ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

একদিন পর শেয়ারবাজারে আবারও বড় পতন

২০২৪ এপ্রিল ২৯ ১৬:০০:৫৩
একদিন পর শেয়ারবাজারে আবারও বড় পতন

কিন্তু আজ লেনদেনের শুরুতে শেয়ারবাজার ইতিবাচক থাকলে ধীরে ধীরে ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপের বিষয় গুজব আকারে ছড়াতে থাকে। ফলে তৎক্ষণাত বাজারে এটি নেতিবাচক প্রভাব ফেলে। যার ফলে বাজার শেষবেলায় বড় পতনে রূপ নেয়। যদি বিএসইসি জানিয়েছে, খবরটি সঠিক নয়।

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ এপ্রিল) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৩.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার। আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৯৭টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর