ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএসইসি চেয়ারম্যানের পুনর্নিয়োগের খবরে ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

২০২৪ এপ্রিল ২৮ ১৪:৫৪:২৯
বিএসইসি চেয়ারম্যানের পুনর্নিয়োগের খবরে ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২৮ এপ্রিল) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯৭.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৪৩ লাখ টাকার। আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর