ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সুখবরের সুফল মিলেছে ইন্ট্রাকো সিএনজির

২০২২ ডিসেম্বর ১৪ ২২:৩৬:৪৭
সুখবরের সুফল মিলেছে ইন্ট্রাকো সিএনজির

এরমধ্যে ১টি অটো গ্যাস ও ১টি সিএনজি স্টেশন উদ্বোধনের খবর স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল (১৩ ডিসেম্বর) জানানো হয়। কিন্তু কোম্পানিটির এতো বড় সুখবরেও এদিন শেয়ারদর নিন্মমূখী থাকে। লেনদেনেও আগের দিনগুলোর তুলনায় ভাটা পড়ে।

তবে একদিন পর আজ উৎপাদনের সুফল পেতে শুরু করেছে কোম্পানিটির বিনিয়োগকারীরা। আগেরদিন কোম্পানিটির শেয়ার দরে পিছুটান থাকলেও আজ বড় ধরণের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরে কোম্পানিটি। আজ মন্দা বাজারেও কোম্পানিটির শেয়ার দরে ও লেনদেনে ছিল ভিন্ন রকমা ক্রেজ।

দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, চট্টগ্রামে একটি এলপিজি অটোগ্যাস স্টেশন এবং ঢাকার কেরানীগঞ্জে আরেকটি সিএনজি গ্যাস স্টেশন বাণিজ্যিক উৎপাদনের জন্য কোম্পানিটি প্রস্তুত করেছে। আগামী ১৮ ডিসেম্বর ২০২২ থেকে এই দুটি সিএনজি গ্যাস স্টেশন বাণিজ্যিকভাবে চালু করা হবে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০ টাকা। এর পরের দিন রোববার ১১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে উঠে ৪৪ টাকায় বিক্রতা শূন্য হয়ে যায়। ১২ ডিসেম্বর শেয়ারটির দর আরও ২ টাকা বা ৪.৫৫ শতাংশ বৃদ্ধি পায়।

উৎপাদনের আসার খবর প্রকাশের আগের দিন কোম্পানির ক্লোজিং দর ছিল ৪৬ টাকা। কিন্তু বিনিয়োগের খবর প্রকাশের পরপরই গতকাল মঙ্গলবার শেয়ারটির দর নিম্নমুখি হয় এবং দিন শেষে ক্লোজিং প্রাইস দাঁড়ায় ৪৩ টাকা ৮০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারটির দরে চাঙ্গাভাব ফিরে আসে। আজ কোম্পানিটির দর বাড়ে ২ টাকা ৪০ পয়সা বা ৫.৪৮ শতাংশ।

আজ (১৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার ডিএসতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় চতুর্থ স্থানে উঠে। আর লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে আসে। মন্দা বাজারেও কোম্পানিটির শেয়ার দর ও লেনদেনে ছিল বড় ক্রেজ।

কোম্পানিটির ডিভিডেন্ড ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৮ সালে কোম্পানি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে। এর পরের বছর ২০১৯ সালে ১০ শতাংশ স্টক, ২০২০ সালে কোম্পানি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক, ২০২১ সালে কোম্পানি ২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। যার রেকর্ড ডেট ছিল ১১ নভেম্বর ২০২২।

ডিভিডেন্ড ঘোষণার পর কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে শেয়ারটির ইপিএস হয়েছে ৫১ পয়সা যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা। এই হিসাবে শেয়ারটির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৫৪.৫৪ শতাংশ। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও রয়েছে ২২.৬৫ পয়েন্টে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর