ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঈদের আগে ইতিবাচক শেয়ারবাজারে

২০২৪ এপ্রিল ০৯ ১৪:২৫:৫৪
ঈদের আগে ইতিবাচক শেয়ারবাজারে

আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩.৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৮৬৪ পয়েন্টে। এদিন ‘ডিএসইএস’ সূচক ১.২৫ পয়েন্ট এবং ‘ডিএসই৩০’ সূচক ১.০৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৩২ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮৬ কোম্পানির। দর কমেছে ১৫৭ কোম্পানির। বাকি ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১১২টির, কমেছিল ২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর