ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনা বিনিয়োগে প্রাইভেট কোম্পানির ৪৫ শতাংশ শেয়ার পেয়েছে বিএসসি

২০২৪ এপ্রিল ০৯ ০৬:২৪:০৪
বিনা বিনিয়োগে প্রাইভেট কোম্পানির ৪৫ শতাংশ শেয়ার পেয়েছে বিএসসি

স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, নতুন এই কোম্পানিটিতে বর্তমানে বিএসসির কোনো আর্থিক বিনিয়োগ নেই।

কোম্পানিটি বলেছে, এই বছরের ২২ জানুয়ারি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে (আরজেএসসি) বিএসসি এমআরজি লিমিটেডের নিবন্ধন সম্পন্ন হয়েছে। কোম্পানিটি কার্যক্রম শুরুর পর্যায়ে রয়েছে। প্রাইভেট এই কোম্পানিটি তালিকাভুক্ত কোম্পানি বিএসসিকে ৪ শতাংশ শেয়ার দিয়েছে। যদিও এজন্য বিএসসিকে কোনো আর্থিক বিনিয়োগ করতে হয়নি।

মূলত বিএসসির নাম ব্যবহার করার বিপরীতে এই শেয়ার দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সামুদ্রিক জাহাজ পরিবহন ব্যবসা পরিধি আরো বাড়াতে চায় বিএসসি।

চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির বিএসসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৭৯ পয়সায়। বৈশ্বিক জাহাজ ভাড়া কমে যাওয়ায় ইপিএস কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিএসসি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৪ টাকা ৮০ পয়সা।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর