ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

`নির্বাচনকে কেন্দ্র করে গুজব তৈরির কারখানা গড়ে উঠছে‘

২০২২ ডিসেম্বর ১৪ ১৪:০২:২৯
`নির্বাচনকে কেন্দ্র করে গুজব তৈরির কারখানা গড়ে উঠছে‘

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবির সদস্যদের সন্তানদের মাঝে ‘টিএমজিবি-লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি ২০২২’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান।

দীপু ম‌নি ব‌লেন, দেশে যতই গুজব ছড়ানো হোক। কেউ যেন সেই গুজব ছ‌ড়ি‌য়ে মানু‌ষের জীবন‌কে বিকৃত কর‌তে না পা‌রে সেজন‌্য সকল‌কে স‌চেতন থাকতে হ‌বে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেশের শিক্ষাব্যবস্থার একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। নতুন শিক্ষার রূপান্তরে জ্ঞান অর্জনের পাশাপাশি শিশুরা যাতে মূল্যবোধ শেখে, মানবিক হয়ে উঠে সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হ‌চ্ছে।’ শিক্ষার্থীরা যাতে নিজেরা সবকিছু করে শেখে সে জন্য নতুন শিক্ষাক্রম প্রণয়ন করার কাজ চলছে।

এসময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর