ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

২০২৪ এপ্রিল ০৪ ১৪:২০:৪৬
শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৯৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১২৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ২০১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২২টি কোম্পানির, বিপরীতে ১১৩ কোম্পানির দর কমেছে। আর ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১১২টির, কমেছিল ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর