ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রুশ প্রেসিডেন্টের বার্ষিক ম্যারাথন সংবাদ সম্মেলন বাতিল

২০২২ ডিসেম্বর ১৩ ২০:৪১:১৫
রুশ প্রেসিডেন্টের বার্ষিক ম্যারাথন সংবাদ সম্মেলন বাতিল

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি পেসকভ জানান, আগামী বছরের শুরুতেও ক্রেমলিনে বর্ষবরণের অনুষ্ঠান হবে না।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। তবে এটি পরিকল্পনামাফিক না এগোনোয় এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেনট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, গত বছর প্রায় ৪ ঘণ্টার বেশি সময় ধরে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে দেশ-বিদেশের অনেক সাংবাদিকের উপস্থিতি থাকে। ২০০০ সালে ক্ষমতায় বসার পর থেকে প্রায় প্রতি বছর ক্রেমলিনের পুলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। গত এক দশকের রেকর্ড ভেঙে এবার তা করছে না রাশিয়া।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর