ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘মেসিকে নয়, আর্জেন্টিনাকে আটকাতে হবে’

২০২২ ডিসেম্বর ১৩ ২০:১১:৫৫
‘মেসিকে নয়, আর্জেন্টিনাকে আটকাতে হবে’

ক্রোয়েশিয়ার এই ফুটবলার বলেন, ‘সাধারণত আমরা প্রতিপক্ষের কোনো একজনকে আটকানোর চেষ্টা করি না। গোটা দলকে আটকানোর পরিকল্পনা করে খেলতে নামি। আমরা মেসিকে আটকানোর পরিকল্পনা করিনি।’

তাই বলে মেসিকে আটকানোর পরিকল্পনা করবেন না! স্বপ্নের ফর্মে থাকা মেসি কী করতে পারেন, ক্রোয়েশিয়ার তা অজানা নয়।

মেসিকে না আটকানোর বিষয়ে পেতকোভিচ বলেন, ‘মেসিকে আটকানোর জন্য দলের কোনো খেলোয়ারকে আলাদা করে দায়িত্ব দেওয়া হবে না। কারণ, আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আরো কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। তাই গোটা দলকে আটকাতে হবে। গোটা দল আটকে গেলে একা মেসি কিছু করতে পারবে না। কিন্তু শুধু মেসিকে আটকাতে গেলে ফল উলটো হতে পারে।’

রাত ১টার সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে মাঠে নামার আগে কার্ড সমস্যায় নেই ক্রোয়েশিয়া শিবিরের কোনো ফুটবলার। পুরো দলকেই পাবেন কোচ জ্লাতকো দালিচ। মেসি যেমন মাঝমাঠ থেকে খেলা তৈরি করেন, তেমনি ক্রোয়েশিয়ার মাঝমাঠ তাদের প্রধান শক্তি বলে জানিয়েছেন ফুটবলার পেতকোভিচ।

পেতকোভিচ বলেছেন, ‘লুকা মদরিচ, মাতেও কোভাচিচ ও মার্সেলো ব্রোজোভিচ ক্রোয়েশিয়ার ইতিহাসের সেরা তিন মিডমিল্ডার। ওদের পাস দেওয়ার পরে আমাদের আর কিছু ভাবতে হয় না।’

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর