ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিএসএমএমইউয়ের ভিসিপন্থী দুই ডাক্তারকে পেটালেন সহকর্মীরা

২০২৪ মার্চ ২৩ ২১:৫৬:৫৯
বিএসএমএমইউয়ের ভিসিপন্থী দুই ডাক্তারকে পেটালেন সহকর্মীরা

শনিবার (২৩ মার্চ) উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শিক্ষকেরা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।

ক্ষুব্ধ ডাক্তাররা উপাচার্যের ব্যক্তিগত সহকারী ডা. মো. রাসেল আহমেদকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যের দপ্তর থেকে বের করে দেন।

এ ছাড়া বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. রসুল আমিন শিপনকে একই অভিযোগে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তার ব্যক্তিগত সহকারীকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘তারা কয়েকজনকে মারধর করেছে, আমি বিষয়টা শুনেছি। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব।’

আন্দোলনের নেতৃত্বে থাকা স্বাচিপের বিএসএমএমইউ শাখার সদস্যসচিব অধ্যাপক মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো বলেন, বেশ কিছুদিন আগে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। সাধারণত নতুন উপাচার্য নিয়োগের পর আগের উপাচার্য দৈনন্দিন রুটিন কাজ করেন, যা ইতিপূর্বেও হয়েছে।

কিন্তু বর্তমান উপাচার্য শতাধিক ডাক্তার, কর্মচারী ও প্রায় ৩০ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছেন। সবাই মনে করছে এই নিয়োগের পেছনে অর্থের লেনদেন আছে বলে তিনি অভিযোগ করেন।

মাসুদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর