ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে গোল্ডেন সন

২০২৪ মার্চ ২২ ১০:৩৫:১৫
সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে গোল্ডেন সন

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৭ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ১৬ কোটি ১৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, লাফার্জ হোলসিমের ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা এবং এস. এস. স্টিল লিমিটেডের ১০ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর