ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিনেট নিয়ন্ত্রণে মাত্র এক আসন দূরে ডেমোক্র্যাটরা

২০২২ নভেম্বর ১৩ ০৭:৩৮:৪৫
সিনেট নিয়ন্ত্রণে মাত্র এক আসন দূরে ডেমোক্র্যাটরা

একই সঙ্গে নির্বাচনের চারদিন পরও চলছে ভোট গণনা। এর মধ্যে ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফা ভোটের কথাও রয়েছে। ফলে কোন দল কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে তা জানতে অপেক্ষা করতে হবে।

ভোট গণনায় প্রতিদিন ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করছেন অ্যারিজোনা ও নেভাদার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাপ্তাহিক ছুটির দিনেও চলছে ভোট গণনা। নির্বাচন কর্মকর্তারা জানান, অ্যারিজোনা ও নেভাদা অঙ্গরাজ্যের ভোট গণনাসহ এখনও বিভিন্ন অঙ্গরাজ্যে ডাকযোগে দেয়া ভোট আসতে থাকায়, গণনা শেষ হতে আরও সময় লাগবে।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে রিপাবলিকান ৪৯ এবং ডেমোক্র্যাটদের দখলেও ৪৯ আসন। আর ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন। বর্তমানে ৫০-৫০ সমান সংখ্যক আসন নিয়ে উভয় দল সমতায় থাকলেও, সিনেটের চেয়ারপারসন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদে ৪৩৫ আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আর ডেমোক্র্যাটরা ২০৩টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২১৮টি আসন।

এরই মধ্যে প্রতিনিধি পরিষদে জয় পেয়ে স্পিকার পদে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। তবে জয়ের আশা এখনও ছাড়ছে না বাইডেন শিবির। রিপাবলিকানরা কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট বাইডেনের কর্মসূচি বাস্তবায়ন বড় বাধার মুখে পড়বে বলে শঙ্কা ডেমোক্র্যাটদের।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর