ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সুখবর

২০২৪ মার্চ ২০ ১০:১৮:৫১
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সুখবর

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা এক আদেশে এ সুবিধা দিয়ে গত ১৪ মার্চ নির্দেশনা জারি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, যা ২০২৬-২০২৭ করবর্ষ পর্যন্ত বলবৎ থাকবে। রোববার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে এনবিআরের একাধি সূত্র।

নির্দেশনায় বলা হয়, কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশের বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে গৃহীত যেকোনো প্রকারের গবেষণা অনুদানকে শর্ত সাপেক্ষে ওই বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানের মোট আয় পরিগণনা থেকে বাদ দেওয়া হলো।

শর্ত হলো– সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতির সমর্থনে অব্যাহতি সনদ গ্রহণ করতে হবে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এনবিআরের এমন উদ্যোগ গবেষকদের আরও বেশি কাজে উৎসাহিত করার পাশাপাশি জ্ঞানভিত্তিক দেশ গঠনে সহায়তা করবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর