ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার ডুবাল ১৮ কোম্পানির শেয়ার

২০২৪ মার্চ ১৯ ১৭:৩৯:০৮
শেয়ারবাজার ডুবাল ১৮ কোম্পানির শেয়ার

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা গেছে, আজ শেয়ারবাজার ডুবিয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর শেয়ার দাম আজ বেশি কমাতে ডিএসইর সূচক কমেছে ৫৮ পয়েন্টের বেশি।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৯৬টি প্রতিষ্ঠান। এরমধ্যে দাম কমেছে ৩১৯টি প্রতিষ্ঠানের। যাদের মধ্যে ১৮টি কোম্পানির শেয়ারই ডিএসইর সূচক খেয়ে ফেলেছে ৫৮ পয়েন্টের বেশি।

কোম্পানিগুলো হলো-বিকন ফার্মা, রবি আজিয়াটা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটিবিসি, রেনেটা ফার্মা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, অরিয়ন ইনফিউশন, ডেল্টা লাইফ, উত্তরা ব্যাংক, অরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, আইএফআইসি ব্যাংক, সী পার্ল রিসোর্ট, ইউসিবি ব্যাংক, সোনালী পেপার, ফরচুন সুজ ও ন্যাশনাল ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি সূচক খেয়ে ফেলেছে এমন ৮টি কোম্পানির মধ্যে বিকন ফার্মা ৯.৮৩ পয়েন্ট, রবি আজিয়াটা ৭.৬২ পয়েন্ট, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটিবিসি ৫.৩৩ পয়েন্ট, রেনেটা ফার্মা ৩.৩৩ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ২.৭২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ২.৫২ পয়েন্ট, অরিয়ন ইনফিউশন ২.৩৮ পয়েন্ট ও ডেল্টা লাইফ ২.৩০ পয়েন্ট। এই ৮ কোম্পানিই ডিএসইর সূচক উধাও করে দিয়েছে ৩৬ পয়েন্ট। বাকি ১০টি কোম্পানি ডিএসইর সূচক খেয়ে ফেলেছে আরও ২২ পয়েন্ট।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর