ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অনুশীলনে এসে হাসপাতালে সাকিব

২০২২ ডিসেম্বর ১৩ ১২:৪০:০৭
অনুশীলনে এসে হাসপাতালে সাকিব

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তার আগে কী হলো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের?

জানা যায়, প্রথম টেস্টের আগে অস্বস্তিতে ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৭ নভেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে কাঁধে চোট পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছেন তিনি। এ জন্য দলের সঙ্গে থাকলেও গতকাল অনুশীলনে যোগ দেননি। আজও এসেছিলেন দলের সঙ্গে। তবে অনুশীলন করতে পারেননি।

বিসিবি সূত্রে জানা যায়, ঢাকায় স্ক্যান করা হলেও চোটের জায়গায় কোনো চিড় বা ক্ষত দেখা যায়নি। তবে ব্যথামুক্ত না হওয়ায় দ্বিতীয়বার স্ক্যান করতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে জানা গেছে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা নেই।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর