ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চামড়াজাত পণ্যের কোম্পানির জন্য সুখবর

২০২৪ মার্চ ১৫ ১৪:৫৯:১৯
চামড়াজাত পণ্যের কোম্পানির জন্য সুখবর

এনবিআর সূত্রে সূত্রে জানা গেছে, খাতটির প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে এই ছাড় দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সংক্রান্ত জারি করা স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) বা সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, যেকোনো রফতানিকারক কর্তৃক কেবল চামড়া বা চামড়াজাত পণ্য রফতদানির মাধ্যমে গৃহীত অর্থ থেকে ওই আইনের ধারা ১২৩ এর অধীন প্রদেয় উৎসে কর কর্তনের হার হ্রাস করিয়া মোট রফতানি আয়ের ০.৫ শতাংশ (শূন্য দশমিক পাঁচ শতাংশ) ধার্য করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।’

বাংলাদেশে বর্তমানে চামড়াসহ সব রপ্তানি পণ্যের ওপর ১ শতাংশ উৎসে কর ছিল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সরকার রপ্তানি পণ্যের নগদ প্রণোদনা কমিয়ে দেয়। এবার চামড়া খাতের উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিতে এখন কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, শেয়ারবাজারে চামড়াজাত পণ্যে ৬টি কোম্পানি রয়েছে। যেগুলো হলো-অ্যাপেক্স ফুটওয়ার, অ্যাপেক্স ট্যানারি, বাটা সু, ফরচুন সুজ, লিগ্যাছি ফুটওয়ার ও সমতা লেদার লিমিটেড।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর