ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সৌদি যুবরাজ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহন করেছেন

২০২৪ মার্চ ১৪ ২২:৪২:০২
সৌদি যুবরাজ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহন করেছেন

বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি দূতাবাসে রমজান মাস উপলক্ষে খাবার বক্স বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তার সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এ ছাড়া দুই দেশের জন্য প্রযোজ্য এমন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।’

ইসা ইউসেফ ইসা আল দুহাইলান বলেন, ‘চট্টগ্রাম বন্দরে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব আগামী মাসেই সৌদি আরবের কোম্পানি বুঝে নেবে। সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে’ নামে প্রতিষ্ঠানটি ২২ বছরের জন্য এই টার্মিনাল পরিচালনা করবে।’

সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, ‘চট্টগ্রাম সমুদ্র বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল ১৭ কোটি ডলার বিনিয়োগ করছে এবং এপ্রিলে তারা কাজ শুরু করতে পারে।’

সৌদি আরবের কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন জেলার দরিদ্রদের জন্য ১৫ হাজার ৭০০ খাদ্য ঝুড়ি বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা সুনবুলাহ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ। প্রতিটি খাদ্য ঝুড়িতে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ লিটার সয়াবিন তেল।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, ‘এই খাদ্য ঝুড়ি বিতরণের মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।’ অনুষ্ঠানের শেষে সুনবুলাহ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের (এসডব্লিউএ) চেয়ারম্যান সৌদি আরবের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শফিকুর রহমান, সংস্থাটির চেয়ারম্যান ড. মুহাম্মদ শাকির হুসাইন, কে এস রিলিফের পরিচালক আব্দুর রহমান আল -মুতাইরী, কে এস রিলিফের প্রকল্প পরিচালক সালেহ ইউসুফ আবাল খাইল, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল, সংস্থাটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম গোলাম মুস্তফা, প্রকল্প ইঞ্জিনিয়ার মো. ইউনুস ও প্রকল্প সমন্বয়ক মো. আব্দুল মোতালেব।

উল্লেখ্য, এক হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে পিসিটি নির্মাণ করেছে। নতুন নির্মিত এই টার্মিনালে একসঙ্গে তিনটি কনটেইনার জাহাজ ভিড়তে পারবে। পতেঙ্গা এলাকায় নির্মিত এই টার্মিনালের মাধ্যমে বছরে চার লাখ ৪৫ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্ভব হবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।

আওলাদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর