ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ট্রেন যোগা‌যোগ বন্ধ

২০২২ ডিসেম্বর ১৩ ১১:২৩:২৮
টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ট্রেন যোগা‌যোগ বন্ধ

সোমবার রাত ১১টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাই‌নের রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

এদিকে এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। ফলে চালকরা যাতায়াত করছেন বিকল্প পথে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাচ্ছিল। কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এতে বন্ধ র‌য়ে‌ছে ওই রেললাই‌ন ট্রেন চলাচল।

এ বিষয়ে টাঙ্গাই‌লের ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার মো. সো‌হেল বলেন, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে জানানো হ‌য়ে‌ছে। ঢাকাঘামী মালবাহী ট্রেন‌টি রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় লাইনচ‌্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর