ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২৬ কোটি টাকা জরিমানার কবলে হামদুল ও নিকটাত্মীয়রা

২০২২ ডিসেম্বর ১৩ ১১:২২:৪৯
২৬ কোটি টাকা জরিমানার কবলে হামদুল ও নিকটাত্মীয়রা

প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের এই জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি হামদুল ইসলামকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তার নিকটাত্মীয়দের জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত বিও হিসাব থেকে অর্থ উত্তোলন ও লিংক হিসাবের মাধ্যমে শেয়ার স্থানান্তর বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত নভেম্বর মাসে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া, মোহাম্মদ হামদুল ইসলামকে ১০ কোটি টাকা, তার স্ত্রী শাহীদা আরাবীকে ২ কোটি টাকা, বড় ভাই সাইফুল ইসলাম হেলালিকে ৪ কোটি টাকা, বোন হোসনে আরাকে ৩ কোটি টাকা, বোনের স্বামী এমদাদুল হককে ৪ কোটি টাকা এবং শ্বশুর আব্দুস সুলতানকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর