ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারের দুই ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

২০২২ ডিসেম্বর ১২ ২১:৪৫:৫০
শেয়ারবাজারের দুই ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, সম্প্রতি ব্যাংক দুটি থেকে বড় অঙ্কের ঋণ জালিয়াতির তথ্য উঠে এসে‌ছে। নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যাংকের বিরুদ্ধে বড় কোনো অনিয়মের অভিযোগ ওঠে তাহলে তা তদার‌কির জন্য বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়। দুটি ব্যাংকের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠায় সোমবার পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা ব্যাংকের পর্ষদের সব সভায় অংশগ্রহণ করবেন। সেখানে কোনো বক্তব্য থাকলে জানাবেন।

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের প‌রিচালক আবুল কালামকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে প‌রিচালক মুতাসিম বিল্লাহকে।

আবুল কালাম বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এবং মুতাসিম বিল্লাহ পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর