ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জেড ক্যাটাগরিতে যাওয়া ২ কোম্পানির সর্বোচ্চ দরপতন

২০২৪ মার্চ ০৪ ১৬:৩১:৪৮
জেড ক্যাটাগরিতে যাওয়া ২ কোম্পানির সর্বোচ্চ দরপতন

সোমবার (০৪ মার্চ) ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় যৌথভাবে প্রথম স্থানে উঠে আসা প্রাইম টেক্সটাইল স্পিনিং লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮১ শতাংশ কমে যাওয়ায় তালিকার পরবর্তী স্থানে অবস্থান নিয়েছে এ্যাকটিভ ফাইন কেমিক্যালস।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো, কাট্টালি টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিংস, প্রাইম ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

এসবের মধ্যে গতকাল জেড ক্যাটাগরিতে পাঠানো সবগুলো কোম্পানি আজ দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান নিয়েছে।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর