ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দাপট বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের

২০২২ ডিসেম্বর ১২ ১৮:৫৫:৩৩
দাপট বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের

ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির আজ মোট লেনদেন হয়েছে ১২২ কোটি ৫৫ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৫.৩০ শতাংশ।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যালের শেয়ার। আজ কোম্পানিটির ৫৬ লাখ ৬৮ হাজার ৮৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৫৮ লাখ ৪১ হাজার টাকা। আগের কার্যদিবস রোববারও বিশাল লেনদেন নিয়ে ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় প্রথম স্থানে ছিল সালভো কেমিক্যাল।

আজ ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটির ২ লাখ ৯৬ হাজার ২১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকার পঞ্চম স্থানটিও দখল করেছে ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ফার্মা। আজ কোম্পানিটির ২৪ লাখ ২৫ হাজার ৯৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার টাকা।

এই খাতের অন্যতম বৃহৎ কোম্পানি বেক্সিমকো ফার্মা আজ ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় দশম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির ৯ লাখ ১৪ হাজার ১৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার টাকা।

এছাড়া, ডিএসইতে আজ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে। এই খাতের কোহিনূর কেমিক্যালের শেয়ার দর আজ বেড়েছে ৮.৭৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৭.৪৯ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.১১ শতাংশ, নাভানা ফার্মার ৪.১১ শতাংশ, বিকন ফার্মার ৪.০৬ শতাংশ। এরমধ্যে কোহিনূর কেমিক্যালের শেয়ার দিনভরই ক্রেতা সংকটে ছিল। এছাড়া, জেএমআই সিরিঞ্জের শেয়ারও ক্রেতা সংকটের কাছাকাছি লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২২

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর