ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে আরও নয় কোম্পানি

২০২২ ডিসেম্বর ১২ ১৮:৩৮:৫১
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে আরও নয় কোম্পানি

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এএমসিএল (প্রাণ), আনোয়ার গ্যালভানাইজিং, আরামিট লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্প, ইস্টার্ন লুব্রিকেন্টস, জেএমআই সিরিঞ্জ, লাভেলো এবং আরএসআরএম স্টিল লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৯টির মধ্যে আজ এএমসি-প্রাণের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৬০ পয়সা বা ০.২২ শতাংশ বেড়ে ২৬৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ২৬৬ টাকা ৮০ পয়সায়।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১৮ টাকা বা ৮.৪৪ শতাংশ বেড়ে ২৩১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল না। আর আজ লেনদেনের মধ্যভাগ থেকে বিক্রেতা ছিল না।

আরামিট লিমিটেডের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৪ টাকা ৮০ পয়সা বা ১.৭৫ শতাংশ বেড়ে ২৭৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ২৭৩ টাকা ৯০ পয়সায়।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১০ পয়সা বা ০.২৩ শতাংশ বেড়ে ৪৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ৪৩ টাকা ৬০ পয়সায়।

বিডি ল্যাম্পের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৭ টাকা ১০ পয়সা বা ২.৮২ শতাংশ বেড়ে ২৫৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ২৫২ টাকা ২০ পয়সায়।

ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১৬৮৭ টাকা ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে ১৭৪৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছিল। আগের দিনও কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১৬৮৭ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইস ভেঙ্গে উপরে উঠলেও, দিন শেষে আবারও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।

জেএমআই সিরিঞ্জের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১১ টাকা ৬০ পয়সা বা ৪.৫৪ শতাংশ বেড়ে ২৬৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ২৫৫ টাকা ৫০ পয়সায়।

লাভেলো আইসক্রীমের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৬০ পয়সা বা ১.৫৮ শতাংশ বেড়ে ৩৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ৩৭ টাকা ৯০ পয়সায়।

আরএসআরএম স্টিলের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ১০ পয়সা বা ০.৫৯ শতাংশ বেড়ে ১৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১৭ টাকায়।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর