ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুই মাসে দ্বিগুণ বাড়ল ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর

২০২৪ ফেব্রুয়ারি ২৪ ১১:২০:১২
দুই মাসে দ্বিগুণ বাড়ল ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭০১ টাকা ৪০ পয়সায়। এ হিসেবে দুই মাসেরও কম সময়ে শেয়ারদর বেড়েছে ৩৫২ টাকা ৬০ পয়সা বা ১০১.০৮ শতাংশ।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪০ পয়সা।

৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৩ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে ওরিয়ন ইনফিউশনের ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ১০ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর