ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তালেবান বাহিনীর গুলিতে পাকিস্তান সীমান্তে নিহত ৬

২০২২ ডিসেম্বর ১২ ১১:৩৯:০৭
তালেবান বাহিনীর গুলিতে পাকিস্তান সীমান্তে নিহত ৬

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়ে এ হতাহতের ঘটিয়েছে তালেবান বাহিনী। পরে পাকিস্তানের সীমান্ত সৈন্যরাও এ হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে তারা নিরীহ বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়নি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এ হামলার ভয়াবহতা তুলে ধরতে ইতিমধ্যে কাবুলে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পাকিস্তানের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

আফগানিস্তানের স্পিন বোলদাক শহর ও পাকিস্তানের চামান শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন সীমান্ত দিয়ে যাওয়া আসা করে। এই ক্রসিং দিয়ে বেশির ভাগ মানুষ পাকিস্তানে চিকিৎসা নিতে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে যান। গত মাসে একজন বন্দুকধারী চামান সীমান্ত ক্রসিংয়ে একজন পাকিস্তানি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। তারপর এক সপ্তাহের জন্য ক্রসিংটি বন্ধ ছিল।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর