ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এনভয় টেক্সটাইলসের লেনদেন বন্ধ আজ

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১০:১৩:২৮
এনভয় টেক্সটাইলসের লেনদেন বন্ধ আজ

রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে লেনদেন করবে কোম্পানিটি। এর আগে স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২ মার্চ সকাল ১০টায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবের অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা, আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৫৪৯ কোটি ৯৬ লাখ টাকা। সে তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২৫.৬৪ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ২৭ লাখ টাকা, আগের অর্থবছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা ছিল ২০ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৭.৮৭ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা।

৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪১ টাকা ১ পয়সায়।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ৩৮ টাকা ৫৭ পয়সায়, আগের অর্থবছর শেষে এনএভিপিএস ছিল ৩৮ টাকা ২১ পয়সা।

কোম্পানিটির পর্ষদ ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের অর্থবছরে ইপিএস ছিল ৫৬ পয়সা।

৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ২১ পয়সায়, আগের অর্থবছর শেষে এনএভিপিএস ছিল ৩৭ টাকা ৭৯ পয়সা।

সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৩ মার্চ বেলা ১১টায় রাজধানীর কলাবাগানে এনভয় টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভায় বিনিয়োগকারীরা অনলাইনেও যুক্ত হতে পারবেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর