ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিরাপত্তা বিষয়ে কথা বলতে ঢাকায় সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী

২০২২ নভেম্বর ১৩ ০৭:১৪:৪৫
নিরাপত্তা বিষয়ে কথা বলতে ঢাকায় সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীকে স্বাগত জানান।

সৌদি আরবে অবস্থান করছে প্রায় ২৫ লাখ বাংলাদেশি কর্মী। তাদের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের কথা রয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর।

এছাড়া, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রসঙ্গসহ নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও বৈঠকে আলোচনা হবে জানিয়েছে সৌদি কূটনৈতিক সূত্র।

ড. নাসের বিন আবদুল আজিজ আল-দাউদ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এ

ছাড়া পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ-মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপর সন্ধ্যায় তিনি সৌদি আরব ফিরে যাবেন।

আনিস/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর