ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নতুন ব্যবসার খবরে বীচ হ্যাচারীর রেকর্ড লেনদেন

২০২২ ডিসেম্বর ১১ ২০:৩৮:৪২
নতুন ব্যবসার খবরে বীচ হ্যাচারীর রেকর্ড লেনদেন

শেয়ারবাজারে খবর রয়েছে, কোম্পানিটির লবণ পাণির মাছ চাষের পাশাপাশি সাদা পানিতেও মাছ চাষ করবে। আবার কক্সবাজারে কোম্পানিটির আট একর জমিনের পাশ দিয়ে মেরিন ড্রাইভ যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। সমুদ্রের পাশে থাকা ওই জমিতে কোম্পানিটি একটি রিসোর্ট তৈরী করার উদ্যোগ নিচ্ছে। এতে কোম্পানিটির মুনাফা বাড়ার নতুন ক্ষেত্র উম্মোচিত হবে।

এছাড়াও, কোম্পানিটির ব্যবসা সম্পর্কে আরও কয়েকটি খবর ছড়িয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। যার কারণে এই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে একের পর এক রেকর্ড লেনদেন হচ্ছে কোম্পানিটির শেয়ারের।

গত দুই বছরের মধ্যে গত বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) ও আজ রোববার (১১ ডিসেম্বর) সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। এই দুই দিনে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১১ লাখ ৩৮ হাজার ৯৩৩টি। বৃহস্পতিবার ডিএসইতে শীর্ষ লেনদেন তালিকায় কোম্পানিটি প্রথম স্থানে ছিল। আর আজ রোববার শীর্ষ লেনদেন তালিকায় ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে।

সর্বশেষ তথ্য মতে, গত পাঁচ বছরের মধ্যে কোম্পানিটি লোকসানে ছিল চার বছর। তবে সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর ২০২১ সালে বাধ্য হয়ে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ ২০২২ সালে মুনাফা হওয়ায় ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এদিকে,চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। যা আগের বছর লোকসান ছিল ০৫ পয়সা।

অর্থাৎ লোকসান থেকে কোম্পানিটি বড় মুনাফায় ফিরেছে। এতে করে বিনিযোগকারীরা কোম্পানিটি থেকে ভালো রিটার্ণ পাওয়ার আসায় বিনিয়োগ করছে, এমনটাই দাবি করছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর