ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে চার কোম্পানি

২০২২ ডিসেম্বর ১১ ১৮:২৮:৩৩
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে চার কোম্পানি

ফ্লোর প্রাইস অতিক্রম করা চার কোম্পানির মধ্যে রয়েছে বিচ হ্যাচারী, স্যালভো কেমিক্যাল, রংপুর ফাউন্ড্রি ও এমটিবি লিমিটেড।

স্টকনাও সূত্রে জানা গেছে, কোম্পানি চারটির মধ্যে আজ স্যালভো কেমিক্যালের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ২০ পয়সা বা ০.৩২ শতাংশ বেড়ে ৬২ টাকায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ৬১ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটি আজ রেকর্ড লেনদেন নিয়ে ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় সবাইকে টপকে প্রথম স্থানে উঠে এসেছে। গত দুই বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ ব্লক মার্কেটেও সব কোম্পানিকে পেছনে ফেলে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছে।

গত বৃহস্পতিবার বিচ হ্যাচারী বিশাল লেনদেন নিয়ে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছিল। ওইদিন কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে বেশ উপরে উঠেছিল। তবে শেষ বেলায় ফ্লোর প্রাইসে ফিরে গেছে। আজ রোববারও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে বিশাল লেনদেন হয়েছে। আজ ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় কোম্পানিটি ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে। কিন্তু শেষ বেলায় আজও কোম্পানিটি ফ্লোর প্রাইসে ফিরে গেছে। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের মুভমেন্টকে ইতিবাচক হিসাবেই দেখছেন। উল্লেখ্য, ডিএসইতে গত দুই দিনে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে গত দুই বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ।

রংপুর ফাউন্ড্রির শেয়ার আজ ফ্লোর প্রাইস অতিক্রম করে ১০ পয়সা বা ০.০৬ শতাংশ বেড়ে ১৬২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইসে ছিল ১৬২ টাকা ২০ পয়সায়।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) শেয়ার আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ১৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির ফ্লোর প্রাইস ১৬ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ লেনদেন হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৫২১টি। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর