ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার থেকে সরছে অজানা কালো মেঘ

২০২২ ডিসেম্বর ১১ ১৭:১৬:৩৯
শেয়ারবাজার থেকে সরছে অজানা কালো মেঘ

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। এদিন সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও। যদিও সূচকের তেমন অগ্রগতি হয়নি, তবে লেনদেনে দেখা গেছে বড় লাফ।

অন্যদিকে, ফ্লোর প্রাইসে ঘুমানো কোম্পানিগুলোর শেয়ারও নড়েচড়ে বসতে শুরু করেছে। যেসব কোম্পানির শেয়ার এতোদিন লেনদেন হয়নি, সেসব কোম্পানির শেয়ারও উঁকিঝুঁকি দিতে শুরু করেছে।

আজ লেনদেন না হওয়ার কোম্পানিগুলোর কিছু কিছু লেনদেনও শুরু হয়েছে। এদিন অন্তুত তিনটি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসের গন্ডি ফেরিয়ে লেনদেন শুরু করেছে। কোম্পানিগুলো হলো-রংপুর ফাউন্ড্রি, সালভো কেমিক্যাল ও বিচ হ্যাচারী। এরমধ্যে সালভো কেমিক্যাল ও বিচ হ্যাচারীর আজ বিশাল লেনদেন হয়েছে। কোম্পানি দুটি ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় শক্তভাবে উঠে সালভো কেমিক্যাল লেনদেন তালিকায় প্রথম স্থানে এবং বিচ হ্যাচারি ৬ষ্ট স্থানে উঠে এসেছে।

যদিও বিচ হ্যাচারী বিশাল লেনদেন নিয়ে শেষ বেলায় ফের ফ্লোর প্রাইসে ফিরে গেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটি রেকর্ড শেয়ারের লেনদেন নিয়ে ডিএসইর লেনদেন শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছিল। সেদিনও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হয়েছিল। কিন্তু শেষ বেলায় ফের ফ্লোর প্রাইসে ফিরে গেছে।

বিনিয়োগকারীরা বলছেন, সালভো কেমিক্যাল ও বিচ হ্যাচারী চলতি অর্থবছরে ভালো মুনাফার খবর দিয়েছে। ভালো মুনাফা খবর পেয়ে বড় বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইসে কোম্পানি দুটির শেয়ার সংগ্রহ করেছে। এখন বড় আকারে সংগৃহে নেমেছে। যে কারণে কোম্পানি দুটির বিশাল লেনদেন দেখা দিয়েছে। যেকোনো সময়ে শেয়ার দুটির দরেও বড় অগ্রগতি দেখা যেতে পারে বলে তারা মনে করছেন।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ১১.৭৩ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৯.৫৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৪৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৭৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৪.০৬ পয়েন্টে এবং দুই হাজার ২০৫.৩৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪১৪ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৯ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির বা ২০.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৮টির বা ২.৫৫ শতাংশের এবং ২৪৩টির বা ৭৭.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫.৭৭ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৪.৩৭ পয়েন্টে। সিএসইতে আজ ৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, কমেছে ১২টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর