ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থেকে আরও ব্যান্ডউইথ নিতে চায় সৌদি আরব

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১০:২৮:৫১
বাংলাদেশ থেকে আরও ব্যান্ডউইথ নিতে চায় সৌদি আরব

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরও ব্যান্ডউইথ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে সৌদি আরবে ৬৫০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি হচ্ছে।

জানা যায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী।

সৌদি টেলিকমের সঙ্গে বিটিসিএল’র ভয়েস কল বিনিময়ের পরিমাণ আরও বৃদ্ধি, বাংলাদেশ থেকে সৌদি আরবে ব্যান্ডউইথ রফতানির পরিমাণ বাড়ানো, সৌদি পোস্ট ও ডাক অধিদফতর যৌথ উদ্যোগ গ্রহণের মা‌ধ্যমে ডাক পরিষেবাকে নতুন মাত্রায় উন্নীত করা এবং আইসিটি পণ্য রফতানি বৃদ্ধিসহ টেলিকম ও আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিকস, সেমিকন্ডাক্টর ও ন্যানো প্রযুক্তির নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে। আগামীতেও তা অব্যাহত থাকবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর