ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাইডেন ও মাস্ককে হত্যার হুমকি

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১২:৪৬:৩৭
বাইডেন ও মাস্ককে হত্যার হুমকি

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিনেসোটার টেসলার কর্মী ৩১ বছর বয়সী জাস্টিন ম্যাককলি ২৩ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বাইডেন ও মাস্ককে হত্যার হুমকি দেন।

পোস্টে ওই ব্যক্তি লেখেন, ‘@জো বাইডেন@এক্স@টেসলা@ইলন মাস্ক, আমি তোমাদের সবাইকে হত্যার পরিকল্পনা করছি।’

জানা গেছে, ম্যাককলি তাঁর স্ত্রীকে জানান যে, তিনি টেক্সাসের উদ্দেশে বের হচ্ছে এবং আর ফিরবেন না। ওই সময় বাড়িতে মোবাইল ফোনও রেখে যান ম্যাককলি যাতে তাঁকে খুঁজে বের না করা যায়।

গত ২৬ জানুয়ারি ওকলাহোমা রাজ্য পুলিশ ম্যাককলিকে থামান। তখন ম্যাককলি স্থানীয় নিরাপত্তা বাহিনীকে জানান, বাইডেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান। প্রশ্ন করা হলে ম্যাককল বলেন,‘আপনি যদি জানেন যে আপনি আগামীকাল মারা যাচ্ছেন তাহলে কি প্রেসিডেন্টের সাথে কথা বলতে চাইবেন না?’

পরদিন সকালে অস্টিনের টেসলা ফ্যাক্টরিতে হুমকি দিয়ে একটি কল দেওয়া হয়। তবে ৩১ বছর বয়সী ম্যাককলি এটি দিয়েছিলেন কি না তা নিশ্চিত নয় । গত রোববার টেক্সাসের অস্টিনে ম্যাককলিকে থামায় পুলিশ।

তিনি জানান, সেখানকার টেসলার ফ্যাক্টরিতে গিয়ে মাস্কের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। এরপর ম্যাককলিকে গ্রেপ্তার করে পুলিশ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর