ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

একসঙ্গে আত্মহত্যা করতে গিয়ে সরে গেলেন প্রেমিকা, প্রেমিকের মৃত্যু

২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১৮:২৮:৪১
একসঙ্গে আত্মহত্যা করতে গিয়ে সরে গেলেন প্রেমিকা, প্রেমিকের মৃত্যু

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাজুর দুই সন্তান রয়েছে, রয়েছেন স্ত্রীও। তারপরেও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর। তবে দুজনেই বুঝেছিলেন বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে ঝগড়ার পর একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজু ও তাঁর প্রেমিকা।

তবে রাজুর পরিবার এখন দাবি করছে রাজুকে হত্যা করে তাঁর দেহ ট্রেনের সামনে ছুড়ে ফেলে দিয়েছে ওই তরুণীর পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজুর মরদেহ তাঁরা নিতে রাজি হননি। ভুক্তভোগীর ভাই ভিরামারাম জানান, তাঁর ভাইকে আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর