ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি, মানুষ কমছে যেসব দেশে

২০২২ নভেম্বর ১৩ ০৭:০৬:০৩
পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি, মানুষ কমছে যেসব দেশে

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধিতে এখনো মূলত ভূমিকা রাখছে এশিয়া এবং আফ্রিকা। ২০৩৭ সালে ৯০০ কোটির ঘর ছুঁবে জনসংখ্যা। তখনো মূল ভূমিকা রাখবে এই দুই মহাদেশ।

প্রতিষ্ঠানটির মতে, ইউরোপের অবদান থাকবে ঋণাত্মক। কারণ এ মহাদেশে জনসংখ্যা ধারাবাহিকভাবে কমবে।

বিশ্ব জনসংখ্যায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ভারত। ১৫ নভেম্বর এই মাইলফলকে ভারত যোগ করবে ১৭ কোটি ৭০ লাখ (৭০০ কোটির পর)। যেখানে চীনের অবদান ৭ কোটি ৩০ লাখ। ২০২৩ সালেও চীন বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশই থাকছে।

তবে ৯০০ কোটির মাইলফলকের সময় এ দেশ জনসংখ্যা বৃদ্ধিতে চীনের অবদান থাকবে ঋণাত্মক। সে হিসাবে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধিতে চীনকে পিছে ফেলবে ভারত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৯৬৩ সালে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৩ শতাংশ, ২০২২ সালে এসে এ হার দাঁড়িয়েছে দশমিক ৮ শতাংশ। বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বিভিন্ন।

কিছু দেশে বৈশ্বিক হারের চেয়ে বেশি, আবার কোথাও কম, এমনকি কোথাও জনসংখ্যা ক্রমেই সংকুচিত হচ্ছে।

বিশ্ব জনসংখ্যার তারতম্য তৈরিতে প্রভাব রাখছে অভিবাসন। অভিবাসী হওয়ার প্রবণতা ক্রমে বাড়ছে। গড়ে ৩০ জনের ২৯ জন মানুষই জন্মস্থানে (দেশ) থাকেন। বর্তমানে ২৮ কোটি ১০ লাখ মানুষ জন্মস্থানের বাইরের দেশে থাকছেন। এর জন্য যুদ্ধ, জলবায়ু, সুযোগ–সুবিধা ইত্যাদি কারণ দায়ী।

অবশ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির গতি বিভিন্ন হয়ে যাচ্ছে। ২০২২ সালের অর্ধাংশ পর্যন্ত বিশ্বের অর্ধেক মানুষই বাস করছে এশিয়ায়। বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকা হলো পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়া (২৩০ কোটি)। আর মধ্য ও দক্ষিণ এশিয়ায় মানুষ আছে ২১০ কোটি।

ভারত এবং চীন মিলেই মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। তবে চীনের জনসংখ্যা কিন্তু আর বাড়ছে না। ২০২৩ সালের শুরুর দিকেই জনসংখ্যা কমতে শুরু করবে। ভারতে এখনো বছরে দশমিক ৭ শতাংশ হারে মানুষ বাড়ছে। শিগগিরই ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে।

অবশ্য ১৯৬০–এর দশক থেকেই পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় জন্মহার কমছে। ১৯৯০–এর দশকে জনসংখ্যা স্থির হওয়ার পর্যায়ে যায়। যেখানে ২০২২ সালে বৃদ্ধি হার দশমিক ২ শতাংশ। ২০৩০–এর দশকের মাঝামাঝিতে এ অঞ্চলের জনসংখ্যা হবে সর্বোচ্চ প্রায় ২৪০ কোটি। এরপর কমতে থাকবে।

আর মধ্য ও দক্ষিণ এশিয়ায় জন্মহার আরও ধীরে কমছে। এ অঞ্চলে বৃদ্ধি হার দশমিক ৯ শতাংশ। ২০৩৭ সালে এ অঞ্চল বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলে পরিণত হতে পারে। আর জনসংখ্যা বাড়বে ২০৭২ সাল পর্যন্ত, ওই বছর সর্বোচ্চ প্রায় ২৭০ কোটি হবে।

পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় জন্মহার দশমিক ২ শতাংশ। সবচেয়ে জনবহুল অঞ্চল এটি। আর সবচেয়ে বেশি জন্মহার সাব–সাহারা আফ্রিকা অঞ্চলে। এখানে জন্মহার এখন ২ দশমিক ৫ শতাংশ। ২০৬০–এর মধ্যে এই অঞ্চল বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকায় পরিণত হতে পারে।

অপরদিকে দক্ষিণ ইউরোপ এবং পূর্ব এশিয়ায় জনসংখ্যা কমতে শুরু করেছে। এর মধ্যে চীনও রয়েছে। আগামী বছর থেকেই চীনে জনসংখ্যা কমতে শুরু করবে।

২০২২ থেকে ২০৫০ সালের মধ্যে ৬১টি দেশে জনসংখ্যা ১ শতাংশের বেশি সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে। আর বুলগেরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, সার্বিয়া এবং ইউক্রেনে ২০ শতাংশ বা তারও বেশি সংকুচিত হতে পারে।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর