ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএসসির পর্ষদে বেক্সিমকোর অন্তর্ভুক্তির সিদ্ধান্ত আজ

২০২২ ডিসেম্বর ১১ ০৯:৪৩:২১
বিএসসির পর্ষদে বেক্সিমকোর অন্তর্ভুক্তির সিদ্ধান্ত আজ

ইতোমধ্যে বিএসসির পর্ষদে বেক্সিমকো লিমিটেডের পক্ষ থেকে মোস্তফা জামানুল বাহারকে সদস্য হিসেবে মনোনয়ন দেয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিএসসির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপরিশ করেছে । এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৩ নভেম্বর।

রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত বিএসসির মোট শেয়ারের মধ্যে যদি ২ শতাংশ বা তার বেশি বেক্সিমকো লিমিটেড ধারণ করে থাকে, তাহলে বিএসসির ৪৫তম এজিএমে কোম্পানিটির এ প্রস্তাব বিবেচনা করা হবে।

এদিকে গত ১৪ নভেম্বর দেয়া বেক্সিমকো লিমিটেডের তথ্যানুসারে, বিএসসির ৮০ লাখ ৮ হাজার ৯০টি শেয়ার কিনেছে কোম্পানিটি, যা বিএসসির মোট শেয়ারের ৫.২৫ শতাংশ। এ শেয়ার ক্রয়ের মাধ্যমে বিএসসির পর্ষদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকো লিমিটেড।

১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে আরো ৩০২ কোটি ১১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর মধ্যে ৫২ দশমিক ১০ শতাংশ সরকার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৯০ শতাংশ ও বাকি ২৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

২০২১-২২ অর্থবছরে বিএসসির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৫৩ কোটি ৩৭ লাখ টাকা বা ২১৩ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ অর্থবছরে কোম্পানািটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৪ টাকা ৭২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭২ টাকা ৫২ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ৬০ টাকা ২৮ পয়সায়।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর