ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশের ৭০ ব্যক্তি

২০২২ ডিসেম্বর ১১ ০৯:৩১:৩৯
যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশের ৭০ ব্যক্তি

বার্তা সংস্থার খবরে বলা হয়, শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও গতকাল শনিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা ঘোষণা করে দেশ দুটি।

মূলত নির্যাতন, যৌন সহিংসতা ও বিক্ষোভে দমন-পীড়নের সঙ্গে সরাসরি জড়িত বিশ্বের ১১ দেশের এমন ৩০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। একই অভিযোগে ৯ দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মূলত ইরান, মিয়ানমার, রাশিয়া, চীন, গুয়াতেমালা, লাইবেরিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, পাকিস্তান, উগান্ডা, এল সালভাদর, গিনি, ফিলিপাইন ও পশ্চিম বলকান অঞ্চলের।

নিষেধাজ্ঞার বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, নিষেধাজ্ঞার তালিকায় তাদের রাখা হয়েছে, যারা বন্দি নির্যাতন ও বেসামরিক নাগরিকদের ধর্ষণের জন্য সেনা মোতায়েনের মতো কর্মকাণ্ডে এবং মানুষের মৌলিক অধিকারগুলোর জঘন্য লঙ্ঘনের সঙ্গে জড়িত। আমাদের এ নিষেধাজ্ঞা তাদের মুখোশ উন্মোচন করবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই. নেলসন বলেছেন, দুর্নীতিবাজ ও মানবাধিকার লঙ্ঘনকারীরা তাদের কার্য সাধনে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ত্রুটিগুলোর ওপর নির্ভর করে। এ ধরনের ব্যক্তির কর্মকাণ্ড প্রকাশের মাধ্যমে আমরা তাদের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে, নেটওয়ার্কগুলো ভেঙে দিতে এবং সম্পদের অভাবে ফেলতে পারি।

বাংলাদেশের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা সরকার আশা করে না জানিয়ে গত ৪ ডিসেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় সমাবেশ ডেকে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশি লবিস্টদের পরামর্শে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। তবে বাংলাদেশের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা জারির এ অপচেষ্টা সফল হবে না।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর