ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের অর্জনকে অসামান্য বলেছে আইএমএফ: অর্থমন্ত্রী

২০২২ ডিসেম্বর ১০ ১৮:৩৩:০৫
বাংলাদেশের অর্জনকে অসামান্য বলেছে আইএমএফ: অর্থমন্ত্রী

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯ প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সম্মাননা সনদ ও পুরস্কার হস্তান্তর করেন অর্থমন্ত্রী।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, '১৪ বছর আগে জিডিপির আকার ১০০ বিলিয়ন ডলার নিয়ে শুরু করেছি। এখন চারগুণ বেড়ে তা ৪৬৫ বিলিয়ন ডলার হয়েছে। তেমনি মাথাপিছু আয় ৬৮৬ ডলার ছিল। এখন তা বেড়ে হয়েছে ২,৮৬৪ ডলার।

মুস্তফা কামাল বলেন, আমাদের এ উন্নয়ন অগ্রযাত্রায় করদাতাগণের ভূমিকা অনেক। আপনাদের আত্মদানের কারণে আজ আমরা এখানে আসতে পারছি।'

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এখন মধ্যম আয়ের দেশ। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মাঝে এই মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মথ্যম আয়ের দেশে উন্নীত হওয়া। এরপর ২০৪১ সালে উন্নত দেশের কাতারে যাওয়া। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ট্যাক্স দিতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, 'আমাদের পরামর্শ দেন, আমরা আপনাদের পরামর্শ গ্রহণ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের শক্তিশালী করে ভ্যাট সংগ্রহ করা। আমরা আপনাদের ব্যবহার করব। এভাবেই দেশ এগিয়ে যাবে। আর দেশকে আরও এগিয়ে নিতে গেলে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হবে।'

এনবিআর সদস্য জাকিয়া সুলতানা বলেন, ২০২১-২২ অর্থবছরে তিন লাখ ১ হাজার ৬৩৩ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। রাজস্বের প্রায় ৬৫ শতাংশ থেকে ৬৭ শতাংশই পরোক্ষ কর (ভ্যাট এবং কাস্টমস) থেকে সংগৃহীত হয়েছে।

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯ প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদন খাতে আছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কাঁচপুর, নারায়ণগঞ্জ), ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (শফিপুর, গাজীপুর) এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (বনানী, ঢাকা)।

সেবাদাতা বিভাগে সর্বোচ্চ ভ্যাট দানকারী হিসেবে পুরস্কার পেয়েছে- বিকাশ লিমিটেড (জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (পুরানা পল্টন, ঢাকা) এবং নগদ লিমিটেড (সাবেক থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড) (বনানী, ঢাকা)।

ব্যবসা বিভাগে পুরস্কার পেয়েছে ওয়ালটন প্লাজা (চান্দনা, গাজীপুর), আগোরা লিমিটেড (সাবেক রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেড) (মহাখালী, ঢাকা) এবং ইউনিমার্ট লিমিটেড (গুলশান, ঢাকা)।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর