ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মানুষের কল্যাণেই রিজার্ভ যা খরচ করেছি: প্রধানমন্ত্রী

২০২২ নভেম্বর ১৩ ০৬:৫৩:৫৮
মানুষের কল্যাণেই রিজার্ভ যা খরচ করেছি: প্রধানমন্ত্রী

শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাভারের আশুলিয়া বাজার সংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিজার্ভের অর্থ ব্যয় করার প্রধান প্রধান খাতের নাম উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘সার, জ্বালানি তেল, বিদ্যুৎ আমাদের কিনতে হচ্ছে। নগদ টাকা দিয়ে কিনছি। তা ছাড়া রিজার্ভের টাকা দিয়ে আমরা বিমান কিনেছি।’

শেখ হাসিনা বলেন, বিএনপি নেতারা রিজার্ভ নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন। তিনি বলেন, ‘বিএনপি নেতারা সবসময় বিষয়টি নিয়ে কথা বলেন। কারণ তাদের নেতা তারেক রহমানকে মানি লন্ডারিং মামলায় সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সে এখন পলাতক আসামি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন রিজার্ভ ছিল মাত্র ২.৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই জায়গা থেকে রিজার্ভ প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হই।’

সাম্প্রতিক রিজার্ভ খরচ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই টাকা যদি সরকার অন্য দেশের ব্যাংক থেকে ঋণ নিত, তাহলে সুদ সমেত পরিশোধ করতে হতো। আর যেটা সোনালী ব্যাংক থেকে আমরা নিচ্ছি, তাতে সুদ সমেত দেশের টাকা দেশেই থেকে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, আমরা একযোগে ১০০ সেতু উদ্বোধন করেছি। পদ্মা সেতু নির্মাণ করেছি। যমুনার ওপর সেতু করাসহ সারা বাংলাদেশে যোগাযোগের যে নেটওয়ার্কটা করতে পেরেছি, তার ফলাফল দেশের মানুষ পাচ্ছে। কাজেই আমরা রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খাইনি, গিলেও খাইনি বা কেউ নিয়েও যায়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকার। দেশের জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন, আমরা সেটাই পূর্ণ করতে চাই। সেই লক্ষ্য নিয়ে রাষ্ট্র চালাচ্ছি বলেই, গত ১৩ বছরে এই বাংলাদেশ বদলে গেছে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর