ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘পথ হারিয়েছে আমেরিকা’

২০২৪ জানুয়ারি ২৮ ১৭:২৫:৩৩
‘পথ হারিয়েছে আমেরিকা’

রোববার (২৮ জানুয়ারি) নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না।

এ সময় বাইডেনকে গণতন্ত্রের জন্যে হুমকি এবং অযোগ্য হিসেবে উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের মাঠে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প।

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে সমর্থন দিয়ে যাওয়ার কারণে ইতোমধ্যে আসন নির্বাচনে উল্লেখযোগ্য সমর্থন হারিয়েছেন বাইডেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর