ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সম্পদ মূল্য কমেছে জ্বালানি খাতের ৯ কোম্পানির

২০২২ ডিসেম্বর ১০ ১৮:০৪:৫৩
সম্পদ মূল্য কমেছে জ্বালানি খাতের ৯ কোম্পানির

কোম্পানিগুলো হলো-অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, সিভিও পেট্রো কেমিক্যাল, ইস্টার্ন লুব্রিকেন্ট, এনার্জিপ্যাক পাওয়ার, খুলনা পাওয়ার, লিন্ডে বিডি ও শাহাজীবাজার পাওয়ার লিমিটেড।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৫ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ১৮ টাকা ৮৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ৩ পয়সা।

বারাকা পাওয়ার৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৪৯ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ২২ টাকা ৫ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ৫৬ পয়সা।

সিভিও পেট্রো কেমিক্যাল৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ৯০ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ৯ টাকা ২৩ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ২ টাকা ৩৩ পয়সা।

ইস্টার্ন লুব্রিকেন্ট৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৭৭ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ২৩০ টাকা ৫৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ৪২ টাকা ৮১ পয়সা।

এনার্জিপ্যাক পাওয়ার৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ৫৮ টাকা ৬২ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ৯ টাকা ২৩ পয়সা।

খুলনা পাওয়ার৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ২১ টাকা ৫১ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ১ টাকা ৭৫ পয়সা।

লিন্ডে বিডি৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮৯ টাকা ৩৪ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ৩৯৫ টাকা ৫৫ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ৬ টাকা ২১ পয়সা।

শাহাজীবাজার পাওয়ার৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৩ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২১ তারিখে যা ছিল ৪১ টাকা ৩৬ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্য কমেছে ২ টাকা ৭৩ পয়সা।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর