ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা

২০২৪ জানুয়ারি ২৮ ১৪:১১:৫৪
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৭.৭ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় তথ্য জানা গেছে।

ইবিএল জানায়, বিদায়ী সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে ১৫.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ৯.৯ শতাংশ করে লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৮.২ শতাংশ, বস্ত্র খাতে ৭.৬ শতাংশ, বিবিধ খাতে ৬.৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.২ শতাংশ, আর্থিক খাতে ৪.৮ শতাংশ, খাদ্য খাতে ৩.৫ শতাংশ, আইটি খাতে ২.৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৮ শতাংশ, সিমেন্ট খাতে ২.৫ শতাংশ, জীবন বিমা খাতে ২.২ শতাংশ, সিরামিক খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ, সেবা-আবাসন ও কাগজ খাতে দশমিক ৭ শতাংশ, ভ্রমণ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ করে লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর