ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

২০২৪ জানুয়ারি ২৭ ১৭:০৯:৪১
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে এক কথায় উড়িয়েই দিল বাংলার যুবারা। শুরুতে ব্যাট করে ২৯২ রানের টার্গেট ছুড়ে যুক্তরাষ্ট্রকে অলআউট করে ১৭০ রানে। তার পথ ধরে ১২১ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিল বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বি নেন ৪ উইকেট। তার আগে আরিফুল ইসলাম করেন শতরান।

যদিও বাংলাদেশি বোলারদের বেশ ভুগিয়েছে যুক্তরাষ্ট্র। ১১ রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ২৩.৩ ওভার অব্দি। ৮৬ রানে এসে পরের উইকেট হারায় তারা। ওপেনার প্রণব চেট্টিপালায়ম চিন্তায় ফেলে দেন। তবে তিনি দলীয় ৯১ রানে তিনি ৫৭ রানে ফেরার পর ব্যাটিংয়ে ধ্বস নামে যুক্তরাষ্ট্রের। মাঝে উৎকর্ষ শ্রীবাস্তবর ৩৭ রান করেন। ৪৭.১ ওভারে যুক্তরাষ্ট্র গুটিয়ে যায় ১৭০ রান করে। বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির তুলেন ৪ উইকেট।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও আশিকুর রহমান শিবলি দেখে খেলতে থাকেন। ২৮ বলে ১৩ রান করে সিদ্দিক ফেরার পর শিবলি ফেরেন ৪৫ বলে ২৭ রানে। রিজওয়ান ৪০ বলে ৩৫ রান করে আউট হন। ৯৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে আরিফুল ও আহরার পথ দেখান। তাদের জুটিতে স্কোরবোর্ডে জমা হয় ১২২ রান। ফিফটির কাছে গিয়ে ৪৯ বলে ৪৪ রান করে আহরার ফিরলে শিহাব জেমসকে নিয়ে সেঞ্চুরি তুলে নেন আরিফুল।

১০৩ বলে ৯ চারে ১০৩ রান করে সাজঘরে ফেরার আগে দলকে রেখে যান শক্ত অবস্থানে। সেই অবস্থানটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যান শেষের ব্যাটাররা। বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ২৯১ রানে।

এই জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর