ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিএনপির সমাবেশে উড়ছে ড্রোন, নেতাকর্মীদের বিক্ষোভ

২০২২ ডিসেম্বর ১০ ১৪:০৩:০১
বিএনপির সমাবেশে উড়ছে ড্রোন, নেতাকর্মীদের বিক্ষোভ

সমাবেশস্থলে ড্রোন উড়া নিয়ে বিএনপিটর নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। ঘণ্টাখানেক ড্রোনটি উড়তে দেখেছেন বলে সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন।

দলটির নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ জনগণের সমাবেশে পরিণত হয়েছে। ড্রোনটি সরকার প্রদত্ত দাবি করে তিনি আরও বলেন, সমাবেশে ১৫ লাখের বেশি মানুষ হবে। সরকার এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।

এর আগে শুক্রবার গণসমাবেশ আয়োজনে পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।

দ্রব্যমূল্য, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি সারা দেশে গণসমাবেশ শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি।

এ নিয়ে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গতকাল বিকেলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় দলটি। এর পর থেকেই সেখানে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর