ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপির ৭ এমপির পদত্যাগ ঘোষণা

২০২২ ডিসেম্বর ১০ ১৩:৫৭:৪১
বিএনপির ৭ এমপির পদত্যাগ ঘোষণা

আজ শনিবার রাজধানীর গোলাপবাগের গণসমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা। এর আগে দলের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

সংসদের বিএনপির সংসদ সদস্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ এর মোশরফ হোসেন, বগুড়া-৬ এর গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের আবদুস সাত্তার ভুঞা, সংরক্ষিত আসনের রুমিন ফরহানা।

গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় পদত্যাগের কথা জানিয়েছেন বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।

এদিকে সমাবেশে সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেন, আমরা ইতোমধ্যে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আগামীকাল হাতে হাতে পৌঁছে দেব।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর