ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সূচক ও লেনদেন পতন

২০২৪ জানুয়ারি ২৫ ১৫:২১:০৪
শেয়ারবাজারে সূচক ও লেনদেন পতন

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ডিএসইএস ২০.৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৪.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১৩৫২ ও ২১১৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৮৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২৮২টির এবং শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ২২টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের।

মার্কেট আওয়ার/মাসুদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর