ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে বেড়ছে লেনদেন ও সূচক

২০২৪ জানুয়ারি ২৩ ১৫:১২:২৪
শেয়ারবাজারে বেড়ছে লেনদেন ও সূচক

সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ২১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৭৬ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫৮ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকা।

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২৬টি কোম্পানির। বাকি ২২৭টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৯ কোটি ৭০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১২৩টির, কমেছিল ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের।

মার্কেট আওয়ার/মাসুুদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর