ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

১১২ শিক্ষক-কর্মচারীকে পাঁচদিন সময় দিলো মাউশি

২০২৪ জানুয়ারি ২৩ ১০:৪০:১৪
১১২ শিক্ষক-কর্মচারীকে পাঁচদিন সময় দিলো মাউশি

নির্দেশনায় বলা হয়, মাউশির অধীন মাঠপর্যায়ের কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্বঘোষণা ছাড়াই গত বছরের নভেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন দেন।

মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার মাধ্যমে এ প্রতিবেদন পায় মাউশি প্রশাসন। তাতে দেখা যায় পরিদর্শনের সময় ১১২ জন শিক্ষক-কর্মচারী অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন।

এ অবস্থায় নির্দেশনায় প্রাপ্ত পরিদর্শন প্রতিবেদনের আলোকে পরিদর্শনকালীন অননুমোদিতভাবে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে সুষ্পষ্ট কারণ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১১২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ৯৬ জন শিক্ষক এবং ১৬ জন কর্মচারী রয়েছেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর