ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেষ মুহূর্তের নাটকীয়তার পর সেমিফাইনালে আর্জেন্টিনা

২০২২ ডিসেম্বর ১০ ১০:৪০:৩৮
শেষ মুহূর্তের নাটকীয়তার পর সেমিফাইনালে আর্জেন্টিনা

পরে অনিশ্চয়তার মধ্যেই ম্যাচের সিদ্ধান্ত হয় টাইব্রেকারে। নাটকীয় পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডের দুটি শট বাঁচান আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফলস্বরূপ লে আলবিসেলেস্তে পেনাল্টিতে ডাচদের ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার আইকনিক লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে শক্ত রক্ষণাত্মক শুরু করেছে আর্জেন্টিনা। যার কারণে দুই দলই অনেকবার আক্রমণের চেষ্টা করেও শেষ পর্যন্ত জাল খুঁজে পায়নি।

৩৫তম মিনিটে গোল করে আর্জেন্টিনা। মিডফিল্ডে বল পেয়ে মেসি মার্কারকে ছিটকে দেন এবং ডি-বক্সে ডাচ মিডফিল্ডার মোলিনার কাছে বল পাস করেন। মলিনা নেদারল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলে দলকে এগিয়ে দেন। এই এক গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে ডাচ ডিফেন্ডার মার্কোস আকুনা নিজের ডি-বক্সে ফাউল করেন। ফলে রেফারি আর্জেন্টিনার জন্য পেনাল্টির ইঙ্গিত দেন। অধিনায়ক মেসি স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন।

দুই গোলে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসও ম্যাচে ফিরতে মরিয়া। এদিকে, কিছুটা রক্ষণভাগে যাওয়া আর্জেন্টিনাকে হতাশ করার সুযোগ কাজে লাগায় নেদারল্যান্ডসের উইঘোর্স্ট। ৮৩তম মিনিটে গোল করে ম্যাচে ফেরার আশা বাঁচিয়ে রাখেন স্টার। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চ ছড়িয়ে পড়ে দুই দলের মধ্যে।

কিন্তু আসল ঘটনা ঘটে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে যখন আর্জেন্টিনার ডি-বক্সের বাইরে থেকে ফ্রি কিক জিতে নেয় নেদারল্যান্ডস। সেখান থেকে, ওয়েগহর্স্ট তার দ্বিতীয় গোলটি একটি চতুর ফ্রি কিক দিয়ে ডাচদের সমতল ভূমিতে 2-2-এ করে। ফলে আর্জেন্টিনার কাছ থেকে জয় ছিনিয়ে অতিরিক্ত সময়ে নিয়ে যায় ডাচরা।

কিন্তু অতিরিক্ত সময়েও দুই দলই একের পর এক আক্রমণ চালালেও কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণের জন্য। নাটকীয় পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসের প্রথম দুটি শট রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরের তিনটি গোল কোনো কাজে আসেনি।

অন্যদিকে, প্রথম ৩টি স্পট কিক থেকে আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি, পেরেদেস ও মন্টিয়েল। কিন্তু চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হন এনজো ফার্নান্দেজ। কিন্তু লাউতারো মার্টিনেজ ডু অর ডাই গোল করে আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে জয় এনে দেন। এই জয়ের ফলে কাতারে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল।

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর