ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১০ দফা দাবি নিয়ে গোলাপবাগে বিএনপির গণসমাবেশ

২০২২ ডিসেম্বর ০৯ ২০:৫২:৪২
১০ দফা দাবি নিয়ে গোলাপবাগে বিএনপির গণসমাবেশ

গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ড. মোশাররফ।

বিএনপির প্রভাবশালী এই সদস্য বলেন, ‘এই সমবেশ থেকে আমরা আগামী দিনে এই সরকারের বিদায়ের জন্য কতগুলো চার্টার্ড অব ডিমান্ড বা দফা ঘোষণা করবো। দাবি গুলোর সাথে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুত তারা যুগপৎভাবেই এই যে ১০ দফা আমরা ঘোষণা করেছি সেগুলো ঘোষণা করবেন। যার যার অবস্থান থেকে তারা ভবিষ্যতে যুগপৎভাবে এই দফাগুলো আদায়ের জন্য, এই আন্দোলনকে শানিত করার জন্য তারা সকলে অংশগ্রহণ করবেন।’

মির্জা ফখরুল, মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পরও সমাবেশ হচ্ছে— সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ড. মোশাররফ বলেন, ‘এটা আর দলীয় সমাবেশ নয়, এটা হলো জনগণের সমাবেশ। জনগণ একটি সমাবেশকে সাফল্যমণ্ডিত করে। তাই আমরা কেউ থাকলাম, না থাকলাম সেটা গুরুত্বপূর্ণ নয়।’

তিনি বলেন, ‘আমরা জানি সরকার এইসব করছে আমাদের সমাবেশকে ভণ্ডুল করার জন্য। আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ আমাদের প্রধান অতিথি এবং এই সমাবেশের প্রধান উপদেষ্টা না থাকতে পারলেও কালকে জনগণের সমাবেশ জনগণই করবে।’

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর