ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস প্রত্যাহারে শেয়ারবাজারে বড় পতন

২০২৪ জানুয়ারি ২১ ১৫:১৫:৫৫
ফ্লোর প্রাইস প্রত্যাহারে শেয়ারবাজারে বড় পতন

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৬ দশমিক ৫০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৪০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ১২ পয়েন্ট কমে ১৩৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট হারিয়ে ২১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ১১ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির, বিপরীতে ২৯৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৬৫টির, কমেছিল ৬০টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টি প্রতিষ্ঠানের।

মার্কেট আওয়ার/মাসুুদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর